Old school Easter eggs.
religion.mywibes.com
~* ওঁ নম ভগবতে বাসুদেবায় *~
শ্রীমদ্ভগবদগীতা
চতুর্দশ অধ্যায়ঃ গুণত্রয় বিভাগযোগ শ্লোকঃ ২৭
শ্রীকৃষ্ণ বললেন- হে অর্জুন, যে-সর্বশ্রেষ্ঠ জ্ঞান জেনে মুনি-ঋষিগণ মোক্ষলাভ করেন তা আমি তোমাকে এখন বলব।১ এই জ্ঞানের বলে জ্ঞানী ব্যক্তি পুনর্জন্ম গ্রহণ করে না। প্রলয়কালেও দুঃখ ভোগ করেনা।২ মহত্‍ ব্রহ্ম আমার গর্ভাধান স্থান। ব্রহ্মাদি সকল প্রাণী- তাতে জন্ম লাভ করে।৩ হে অর্জুন, মহত্‍ ব্রহ্ম সকল সৃষ্টির মাতা। আর আমি তাদের পিতা।৪ প্রকৃতির তিনটি গুণ- সত্ত্বঃ, রজঃ, তমঃ। এই তিন গুণ অব্যয় দেহীকে বদ্ধ করে।৫ হে অর্জুন, এই তিন গুণের মধ্যে সত্ত্বগুণ অতি পবিত্র। এই গুণের বলে আত্মা বেশ ভালোভাবেই দেহে অবস্থান করেন।৬ কামনা-বাসনা হতে রজোগুণ জন্মে। এই গুণ মানুষকে কাজে প্রবৃত্ত ক\'রে বদ্ধ করে।৭ অজ্ঞানতা হতে তমোগুণের উত্‍পত্তি। এই গুণের প্রভাবে মোহ ঘটে থাকে।৮ সত্ত্বগুণে সুখ লাভ হয়। রজোগুণে কাজে আসক্তি বাড়ে। তমোগুণে বুদ্ধিনাশ হয় ও প্রমাদ ঘটে।৯ এই গুণের মধ্যে কারো সত্ত্বগুণ প্রধান হয়, কারো রজোগুণ প্রধান হয়, কারো তমোগুণ প্রধান হয়।১০ সত্ত্বগুণ বৃদ্ধি পেলে নির্মল জ্ঞান উত্‍পন্ন হয়।১১ রজোগুণ বৃদ্ধি পেলে লোভ, ক্ষোভ, স্পৃহা প্রভৃতি জন্মে থাকে।১২ তমোগুণ বৃদ্ধি পেলে বিবেক, বুদ্ধি ও জ্ঞান লোপ পায়।১৩ যে-সময় সত্ত্বগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, সেই সময় যাদের মৃত্যু হয়; তারা দিব্যলোক লাভ করে।১৪ রজো বৃদ্ধিকালে মরলে নরলোকে যায় এবং তমো বৃদ্ধিকালে মরলে পশুযোনি প্রাপ্ত হয়।১৫ সত্ত্বগুণের ফলে সুখ, রজোগুণের ফলে দুঃখ এবং তমোগুণের ফলে অজ্ঞানতা প্রাপ্ত হয়।১৬ সত্ত্বগুণে জ্ঞান লাভ, রজোগুণে লোভ এবং তমোগুণে মোহ প্রভৃতি জন্মে।১৭ সত্ত্বগুণের ফলে স্বর্গলোক প্রাপ্ত হয়, রজোগুণের ফলে নরলোক প্রাপ্ত হয় এবং তমোগুণের ফলে অধঃপতন ঘটে।১৮ প্রকৃতির এই তিনটি গুণই কাজ করায়। আত্মা এই তিন গুণের অতীত। আত্মা আমার ভাবেই থাকে।১৯ এই তিনটি গুণ দেহ হতে জাত। এদেরকে অতিক্রম করতে পারলেই জন্ম-মৃত্যু, জরা-দুঃখ হতে মুক্তি লাভ ক\'রে মোক্ষ লাভ করে।২০ অর্জুন বললেন- হে কৃষ্ণ, যেভাবে ত্রিগুণের অতীত হওয়া যায় তা আমাকে বল।২১ শ্রীকৃষ্ণ বললেন- হে অর্জুন, জ্ঞান, মোহ বা কামনাবশতঃ ইচ্ছা-দ্বেষ মুক্ত হলেই গুণাতীত হওয়া যায়।২২ যে ব্যক্তি ধীর-স্থিরভাবে নিজের কার্য করে যান, তিনি গুণের মধ্যে থেকেও গুণের অতীত।২৩ স্বর্ণ-লোষ্ট্রে, সুখ-দুঃখে বা নিন্দা-স্তুতিতে ধীর ব্যক্তি সমজ্ঞান হয়।২৪ মান-অপমানে, শত্রু-মিত্রে যাঁর সমজ্ঞান এবং যিনি উদ্যম-ত্যাগী, তিনিই গুণাতীত।২৫ হে অর্জুন- যে ব্যক্তি ভক্তির সাথে আমার ভজনা করে, সেই ব্যক্তি মোক্ষ লাভ করে থাকেন।২৬ ব্রহ্ম আমাতেই অবস্থিত। মুক্তির আশ্রয়ও আমি। আমার সেবা করলেই মুক্তি লাভ হয়।২৭
  Home
Log in