XtGem Forum catalog
religion.mywibes.com
~* ওঁ নম ভগবতে বাসুদেবায় *~
শ্রীমদ্ভগবদগীতা
k_kshetra
শ্রীগীতা ভূমিকা
দাপর যুগের কথা। হস্তিনাপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন বিচিত্রবীর্য। রাজা বিচিত্রবীর্যের দুই পুত্র - ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। জ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন। সেজন্য পিতার মৃত্যুর পর তিনি রাজা হতে পারলেন না। রাজা হলেন কনিষ্ঠ ভাই পাণ্ডু। রাজা পাণ্ডু অকালে মারা গেলে ধৃতরাষ্ট্রের উপরেই রাজ্যভার পতিত হল। ধৃতরাষ্ট্রের একশত পুত্র। তাঁদের মধ্যে দুর্যোধন জ্যেষ্ঠ। পাণ্ডুর পাঁচ পুত্র। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। ধৃতরাষ্ট্রের পুত্রগণ কৌরব ও পাণ্ডুর পুত্রগণ পাণ্ডব নামে পরিচিত। কৌরবেরা ছিলেন পাপাচরী ও অধার্মিক। আর পাণ্ডবেরা ছিলেন ধার্মিক। দুর্যোধন পাণ্ডবগণকে অত্যন্ত হিংসা করতেন। তিনি পাণ্ডব-জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে কপট পাশা খেলায় পরাজিত করে বার বছর বনবাস এবং এক বছর অজ্ঞাত বাস - এই তের বছরের জন্য বনে পাঠিয়ে নিজে রাজা হলেন। তের বছর অতীত হলে পাণ্ডবগণ হস্তিনাপুর ফিরে এসে নিজের রাজ্য দাবি করলেন। কিন্তু পাপমতি দুর্যোধন বিনা যুদ্ধে এক বিন্দু মাটি দিতেও রাজি হলেন না। ফলে কুরুক্ষেত্র নামক স্থানে ভীষণ যুদ্ধ বাধল। এই যুদ্ধের নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব পক্ষের শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন অর্জুন। আর শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথী। অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখলেন আত্মীয়-স্বজনগণ তাঁর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। তিনি তাঁদের সাথে যুদ্ধ করতে চাইলেন না। এই সময় শ্রীকৃষ্ণ বিহিত উপদেশ দিয়ে তাঁকে কর্তব্যে প্রণোদিত করলেন। সেই উপদেশাবলীই শ্রীমদ্ভগবদগীতা বা গীতা।
Home
Log in