religion.mywibes.com
~* ওঁ নম ভগবতে বাসুদেবায় *~
শ্রীমদ্ভগবদগীতা
সপ্তম অধ্যায়ঃ জ্ঞান-বিজ্ঞানযোগ শ্লোক ৩০
শ্রীকৃষ্ণ বললেন- হে অর্জুন, আমাতে মনপ্রাণ সমর্পণ করে যোগ অভ্যাস করলে তুমি আমাকে পাবে।১ এই জ্ঞান আমি তোমাকে বলব। এটি জানলে এই পৃথিবীতে আর কিছু জানার বাকি থাকবে না।২ এক হাজার লোকের মধ্যে কদাচিত কেউ আমাকে জানতে চায়। আর যারা আমাকে জানতে চায় তাদের কদাচিত কেউ আমাকে পেয়ে থাকে।৩ ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, বুদ্ধি, মন, অহংকার এই আটটি আমার প্রকৃতি।৪ হে অর্জুন, আমার প্রকৃতি দুই প্রকার- পরা ও অপরা। এরাই সংসার রক্ষা করছে।৫ আমার এই দুই প্রকারের প্রকৃতি হতেই সমস্ত ভূতের উত্‍পত্তি। আর এই বিশ্বের সৃষ্টি ও সংহারের কর্তা আমি।৬ হে অর্জুন, আমা অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নেই। সূতদ্বারা যেমন মণিহার গাঁথা থাকে, এই বিশ্বও সেই রূপে আমাতে গাঁথা আছে।৭ আমি চন্দ্র সূর্যের কিরণ, জলের রস, বেদের ওম, আকাশে শব্দ ও মানুষের পৌরুষ।৮ আমি জীবের জীবন, পৃথিবীর পূতিগন্ধ, আগুনের তেজ এবং তপস্বীর তপস্যা।৯ হে অর্জুন, আমি সনাতন। ভূতগণের বীজ, বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীর তেজ।১০ আমি বলবানের বল, প্রাণিগণের কাম (বা অভিলাষ)।১১ সত্ত্ব, রজঃ ও তমঃ- এই তিনটি গুণ আমা হতে জন্মে। এরা আমার অধীন, কিন্তু আমি এদের অধীন নই।১২ এই তিনটি গুণ দিয়ে আমি সংসারকে মুগ্ধ করে রেখেছি। অথবা নিত্য ও নির্বিকার আমাকে কেউ জানে না।১৩ আমায় আশ্রিত না হলে ত্রিগুণময়ী মায়াকে কেউ ত্যাগ করতে পারে না।১৪ মায়া দ্বারা জ্ঞান-আচ্ছন্ন সেই ব্যক্তি অসুরভাব প্রপ্ত হয়।সে আমার ভজনা করেনা।১৫ অর্থার্থী, জিজ্ঞাসু ,আর্ত, জ্ঞানী- এই চার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করে।১৬ এই চার জনের মধ্যে নিত্যযুক্ত ব্যক্তি শ্রেষ্ঠ ভক্ত। আমি তাঁর প্রিয় ও তিনিও আমার প্রিয়।১৭ নিত্যযুক্ত জ্ঞানী উদার। তিনি আমাকে আশ্রয় করে থাকেন। আমিই তাঁর গতি।১৮ নিত্যযুক্ত জ্ঞানী বহু জন্ম পর বাসুদেব জ্ঞানে আমাতে ভজনা করে। ঈদৃশ জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে দুর্লভ।১৯ নানা কামনায় যার জ্ঞান নাশ হয় সেই ব্যক্তি নানাভাবে অন্যদেবতার পূজা করে।২০ যে ভক্ত অন্য যে দেবতাকে পূজা করতে চায় সেই দেবতাকে পূজা করার অচল ভক্তি আমিই তাকে দিয়ে থাকি।২১ সেই ভক্ত ভক্তির সাথে সেই দেবতাকে পুজিয়াই ইষ্টফল লাভ করে।২২ অন্য দেবতার পূজা ক\'রে ভক্ত যে ইষ্টফল লাভ করে তা ক্ষণস্থায়ী। কিন্তু আমার ভক্ত আমাকে চিরদিনের জন্য লাভ করে।২৩ অজ্ঞান ব্যক্তি জানে না যে, আমি অব্যয় ও উত্তম। সেইজন্য সে ব্যক্তভাবে আমার উপাসনা করে।২৪ আমি অজ অব্যয় এবং আদি-অন্তহীন। মায়ামুগ্ধ ব্যক্তি তা জানতে পারে না।২৫ হে অর্জুন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভূতগণকে আমি জানি। কিন্তু আমাকে কেউ জানে না।২৬ হে অর্জুন, সৃষ্টির পর হতে মোহ জন্মে। ফরে তারা মায়ায় আবদ্ধ হয়ে পড়ে।২৭ কিন্তু নিষ্পাপ পুণ্যবান ব্যক্তিগণ মোহযুক্ত হয়ে আমার ভজনা করে থাকে।২৮ যে ব্যক্তি মুক্তিলাভের জন্য আশ্রিত হয়, সে ব্যক্তি অধ্যাত্ম ব্রহ্মকর্ম প্রভৃতি সবই জানতে পরে।২৯ যে ব্যক্তি আমাকে অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞ বলে জানে সে ব্যক্তি অন্তকালে আমাকেই স্মরণ করে।৩০
  Home
Log in



Insane