XtGem Forum catalog
religion.mywibes.com
~* ওঁ নম ভগবতে বাসুদেবায় *~
শ্রীমদ্ভগবদগীতা
ষষ্ঠ অধ্যায়ঃ ধ্যানযোগ বা অভ্যাসযোগ শ্লোক ৪৭
শ্রীকৃষ্ণ বললেন- কর্ম না করলে কেউ ত্যাগী হতে পারে না। যে ব্যক্তি ফলত্যাগী তিনিই সত্যিকার ত্যাগী।১ সন্যাস ও কর্মযোগ- দুটিই এক। কামনা থাকা পর্যন্ত কেউই কখনও যোগী হতে পারে না।২ যে ব্যক্তি যোগ লাভ করতে চান তিনি কর্মকে ধারণ করে থাকেন। আর যিনি যোগরূঢ় তিনি কর্ম ত্যাগ করেন।৩ যিনি যোগরূঢ় তাঁর ভোগ আসক্তি ও কর্মের বন্ধন কিছুই থাকে না। তিনি সর্বদা সর্ব বিষয়ে অনাসক্ত থাকেন।৪ যোগরূঢ় ব্যক্তি আত্মা দ্বারা আত্মার উদ্ধার করবেন। তিনি কখনও আত্মাতে অবনতি প্রাপ্ত হতে দেবেন না। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু।৫ যোগী পুরুষ আত্মজয়ী, আত্মা তাঁর বন্ধু। আর যার আত্মজ্ঞান নেই, আত্মা তার শত্রু।৬ যোগী পুরুষ সর্বদাই সংযোমী ও উদার। শীত-তাপ, সুখ-দুঃখ ও মান-অপমানে তিনি বিচলিত হন না।৭ যোগী ব্যক্তির মন জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত থাকে। তাই তিনি স্বর্ণ ও লোষ্ট্রকে সমজ্ঞান করেন।৮ পাপ-পুণ্য, শত্রু-মিত্র এবং সর্বজীবে যাঁর সমবুদ্ধি এবং যিনি দ্বেষহীন, তিনিই শ্রেষ্ঠ ব্যক্তি।৯ যোগীব্যক্তি নিঃস্পৃহ, জিতেন্দ্রিয় ও পরিগ্রহমুখ। তিনি সর্বদা নির্জনে বাস করেন।১০ যোগী ব্যক্তি স্থির মনে সমতল স্থানে কুশাসনে উপবেশন করেন।১১ যোগী ব্যক্তি কুশাসনে বসে সংযতচিত্তে যোগাভ্যাস করেন। তাতেই তাঁর আত্মশুদ্ধি হয়ে থাকে।১২ যোগাভ্যাসকালে তাঁর দেহ অচঞ্চল, ঘাড় ও মাথা স্থির থাকবে। তাঁর দৃষ্টি নাসিকার অগ্রে স্থির থাকবে।১৩ যোগী ব্যক্তি সর্বদা স্থিরচিত্ত, শান্ত ও ব্রহ্মচারী হবেন। তিনি নির্ভয়ে আমাতে আত্মনির্ভর করে থাকবেন।১৪ এইভাবে যোগ সাধন করে যিনি চিত্ত জয় করেন, তিনি আমার মধ্যেই নির্বান ও শান্তি লাভ করেন।১৫ অতি আহার, অনাহার, অতিনিদ্রা বা অতিজাগরণ- কোনটিতেই যোগ সাধনা হয় না।১৬ যিনি নিয়মিত ভোগী, নিয়মিত আহারী, নিয়মিত কর্মী, নিয়মিত চেষ্টাশীল এবং যাঁর নিদ্রা ও জাগরণ নিয়মিত তাঁরই যোগ সাধন হয়ে থাকে।১৭ যিনি সংযত, আত্মসমাহিত চিত্ত এবং সর্ব কর্মে স্পৃহাশূন্য তাঁরই যোগ সাধন হয়ে থাকে।১৮ যে স্থানে শান্ত বায়ু সেখানে যেমন প্রদীপ শান্ত থাকে আত্মযুক্ত ব্যক্তিও সেরূপ সর্বদা সুস্থির থাকেন।১৯ যোগযুক্ত ব্যক্তি চিত্তরোধ করে এবং শান্ত মনে আত্মদর্শন করে আনন্দ লাভ করেন।২০ আত্মদর্শন হলে যোগীর মন স্থির হয়। এবং সেই অপূর্ব অবস্থায় বাক্যাতীত ও অতীন্দ্রিয় সুখ লাভ হয়ে থাকে।২১ এই সুখ লাভ করলে অন্য সকল সুখই তুচ্ছ বোধ হয় তখন অতিশয় দুঃখেও মন বিচলিত হয় না।২২ হে অর্জুন, যে-যোগে সুখ দুঃখের শেষ মাত্র নেই, তুমি সেই যোগ অভ্যাস করবে।২৩ তুমি সমস্ত রকম কামনা ত্যাগ করবে এবং ইন্দ্রিয়গণকে সংযত করবে।২৪ বুদ্ধি স্থির করে ধৈর্য ধারণ কর এবং চিন্তাশূন্য হয়ে মন সংযত কর।২৫ মন চঞ্চল। সে নানা দিকে ধাবিত হয়। তাকে টেনে নিজের বশে আনতে চেষ্টা কর।২৬ সেই যোগী রজোগুণহীন এবং যাঁর অন্তর প্রশান্ত, তিনিই সমাধিজনিত সুখ লাভ করে থাকেন।২৭ নিষ্পাপ যোগী এইভাবে ব্রহ্মানন্দ প্রাপ্ত হয়ে অনায়াসে সুখ লাভ করেন।২৮ যোগযুক্ত ব্যক্তি সর্বত্রই সমদর্শী হন। তিনি সর্বভূতে আত্মাকে এবং আত্মাকে সর্বভূতে দেখতে পান।২৯ যে যোগী সকলের মধ্যে আমাকে এবং আমার মধ্যে সকলকে দেখেন, আমি কখনও তাঁকে হারাই না, তিনি কখনও আমাকে হারান না। ৩০ আমি সর্বভূতে বিরাজ করি- এটি জেনে যে ব্যক্তি আমার ভজনা করে, সে ব্যক্তি যেভাবেই থাকুত না কেন আমার মধ্যে বিরাজ করে।৩১ হে অর্জুন, যিনি সুখে দুঃখে সর্বজীবে সমদর্শী তিনিই যোগীশ্রেষ্ঠ।৩২ অর্জুন বললেন- যে যোগের কথা তুমি আমাকে বললে আমার চঞ্চল মনে তা স্থায়ী হচ্ছে না।৩৩ হে কৃষ্ণ, বড়ই চঞ্চল আমার এই মন। বাতাসের মত এই মনকে দমানো শক্ত।৩৪ শ্রীকৃষ্ণ বললেন- হে অর্জুন, এই চঞ্চল দুর্জয় মনকে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা বশে আনতে হয়।৩৫ অসংযত ব্যক্তির পক্ষে মনকে বশে আনা কঠিন। কিন্তু সংযমী ব্যক্তির পক্ষে মনকে জয় করা কঠিন নয়।৩৬ অর্জুন বললেন- যোগরূঢ় ব্যক্তি যদি যোগভ্রষ্ট হন তবে তার গতি কী হয়?৩৭ যোগরূঢ় ব্যক্তি যদি জ্ঞানের পথ ও কর্মের পথ হতে ভ্রষ্ট হন, তাহলে তিনি কি ছিন্ন মেঘের মত নষ্ট হবেন না?৩৮ হে কৃষ্ণ, তুমি দয়া করে আমার সন্দেহ দূর কর। হে দয়াময়, তুমি ছাড়া আর কে এই সন্দেহ দূর করবে?৩৯ শ্রীকৃষ্ণ বললেন- হে অর্জুন, যে ব্যক্তি শুভকাজে রত হয় তার ইহলোকে এবং পরলোকে দুর্গতি হয় না।৪০ যোগভ্রষ্ট ব্যক্তি মৃত্যুর পর বহু বছর পুণ্যলোকে বাস ক\'রে পরজন্মে ধনীর ঘরে জন্মগ্রহণ করে।৪১ অথবা সেই যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবলে জ্ঞান যোগীর ঘরেও জন্মগ্রহণ করে থাকে।৪২ সেই ব্যক্তি পূর্বজন্মের জ্ঞানের বলে পুনরায় মুক্তির জন্য চেষ্টা করে।৪৩ সেই ব্যক্তি অভ্যাসের দ্বারা আবার যোগনিষ্ঠ হয় এবং বিষণ্ণ হতে দূরে থাকে।৪৪ এভাবে বহু জন্ম সাধনা করে তিনি পাপ মুক্ত হয়ে সাধনায় সিদ্ধিলাভ করতঃ মোক্ষপ্রাপ্ত হন।৪৫ হে অর্জুন, যোগী ব্যক্তি মুনি, জ্ঞানী ও কর্মী অপেক্ষা বড়। অতএব তুমি যোগ অবলম্বন কর।৪৬ যে মদগতচিত্ত হয়ে আমার সেবা করে আমি তাকে শ্রেষ্ঠ যোগী বলে মনে করি।৪৭
  Home
Log in